About চুল পড়ার সমস্যা সাধারণ - Hair Loss Solution
চুল পড়ার সমস্যা কিভাবে দূর করবেন?
উত্তরঃ চুল পড়ে যাচ্ছে অথবা মাথার চুল পাতলা হয়ে যাচ্ছে-এমন সমস্যা অনেকেরই। এই সমস্যা থেকে মুক্তি পেতে দুটি কাজ করতে হবে। একটি হলো চুল ঝরে যাওয়া রোধ করা, অপরটি নতুন চুল গজানো। চুল ঝরে যাওয়া রোধ করা নিয়ে আমরা প্রায়ই বিভিন্ন লেখালেখি দেখি। সেই তুলনায় নতুন চুল গজানো নিয়ে জানার সুযোগটা কম। তাহলে চলুন জেনে নিই কিভাবে নতুন চুল গজানো সম্ভব।
বয়স বাড়ার কারণে অথবা বংশগত বা পরিবেশের প্রভাবে আমাদের চুল পড়ে যেতে থাকে। এ কারণে আমাদের মন তো খারাপ হয়ই, আবার মনে হয় যদি কৈশোরের মতো চুল আবার হতো কোনো ভাবে। আমাদের মাথার ত্বক বা স্ক্যাল্পে যদি আমরা উদ্দীপনা দিতে পারি, তাহলে মাথায় নতুন চুল গজানো সম্ভব। প্রতিটি চুলের গোড়ায় রক্ত সঞ্চালনের ব্যবস্থা রয়েছে। এটাকে যদি বাড়ানো যায়, তাহলেও নতুন চুল গজানো সম্ভব।
প্রথম পদ্ধতিঃ
প্রথম পদ্ধতি হলো ম্যাসাজ করা। নিয়মিত ম্যাসাজ করতে হবে। এতে করে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়বে এবং স্ক্যাল্প উদ্দীপিত হবে। এক টেবিল চামচ ভিটামিন ই নিয়ে মাথায় ম্যাসাজ করতে থাকুন। ভিটামিন ই চুলের জন্য প্রয়োজনীয় নিউট্রিশন এর যোগান দেয়। ভিটামিন ই এর সাথে চা এর নির্যাস যোগ করতে পারেন। এই দুটো ভালো ভাবে মিশিয়ে হাতের তালু এবং আঙ্গুলের সাহায্যে পুরো মাথার চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নিন। ৫-৬ মিনিট ম্যাসাজ করুন। তারপর মোটা দাঁতের চিরুনি দিয়ে আঁচড়ে নিন। চুলগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে সম্পূর্ণ চুল আঁচড়ে নিন।
কিছুক্ষণ পর সাধারণ ভাবে শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করুন। চুল গজানোর জন্য দিনে ৩ বার ম্যাসাজ করতে হবে এই নিয়মে। কিন্তু বারবার শ্যাম্পু ব্যবহার করবেন না। এতে চুলের ক্ষতি হবে।
দ্বিতীয় পদ্ধতিঃ
চুলের গোঁড়ায় হেয়ার ফলিকল থাকে। ভাইব্রেশনের মাধ্যমে যদি ফলিকল উদ্দীপিত করা যায় তবে নতুন চুল গজানো সম্ভব। বাজারে ভাইব্রেটিং ম্যাসেজার কিনতে পাওয়া যায়। এর সাহায্যে আপনি স্ক্যাল্পে চক্রাকারে ঘুরিয়ে ঘুরিয়ে মাথায় ভাইব্রেটিং ম্যাসাজ নিতে পারেন। যে জায়গায় বেশি চুল পড়ে যাচ্ছে, তাতে বেশি মনোযোগ দিন। এভাবে ৫ থেকে ১০ মিনিট আপনার স্ক্যাল্প ভাইব্রেট করুন। ভালো ফল পেতে এটাও আপনাকে দিনে ৩ বার করতে হবে।
তৃতীয় পদ্ধতিঃ
এমন শ্যাম্পু ব্যবহার করতে হবে যেটা আপনার স্ক্যাল্পের মৃত কোষগুলো ঝরে যেতে সাহায্য করবে। এই মৃত কোষগুলো স্ক্যাল্পের ফলিকল ব্লক করে রাখে, যে কারণে নতুন চুল গজাতে পারে না। কেননা তখন স্ক্যাল্পে রক্ত সঞ্চালন কমে যায়। অল্প পরিমাণ শ্যাম্পু নিয়ে মাথায় ম্যাসাজ়ের মত করে লাগিয়ে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। এটা দিনে একবার করতে হবে।
চতুর্থ পদ্ধতিঃ
এই পদ্ধতি হল মেডিকেশন। চুলের জন্য ওষুধ। অনেক গবেষণার পর ফেনাস্টেরাইড আর মিনোক্সিডিল নামের দুটো ওষুধ চুল গজানোর জন্য ব্যবহার করা হচ্ছে। দুটি ওষুধের-ই সাইড ইফেক্ট আছে। মিনোক্সিডিল এর দুইটা কনসেনট্রেশন পাওয়া যায়। ২% আর ৫%। ২% মিনোক্সিডিল মেয়েদের জন্য আর ৫% মিনোক্সিডিল ছেলেদের জন্য। এটা বাজারে জেনোগ্রো নামে পাওয়া যায়। স্প্রে করে মাথার স্ক্যাল্পে দিতে হয়। এছাড়া চুল গজানোর জন্য আরও কিছু প্রোডাক্ট এই লিঙ্কে ক্লিক করলেই পেয়ে যাবেন।
এই পদ্ধতি ছাড়াও আপনাকে খাদ্যাভ্যাস আর কিছু সাধারণ যত্ন নিতে হবে।
খাদ্যাভ্যাসঃ
০১. প্রোটিনঃ
পর্যাপ্ত পরিমাণে প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করুন – আমাদের চুল মূলত কেরাটিন দিয়ে গঠিত। এটি অ্যামিনো এসিড দিয়ে তৈরি এক ধরণের প্রোটিন। তাই নতুন চুল গজানোর জন্যে অবশ্যই আপনার শরীরকে পর্যাপ্ত অ্যামিনো এসিড সরবরাহ করতে হবে। মাছ, মাংস, পনির, দুধ, ডিম – আপনার খাদ্য তালিকায় প্রতিদিনই এগুলোর অন্তত একটি রাখার চেষ্টা করুন। সয়াবিন, মটরশুঁটি, কলা, বাদাম ইত্যাদি থেকেও পেতে পারেন। তবে নন-ভেজিটেরিয়ান খাবারে প্রোটিনের পরিমাণ তুলনামূলক বেশি।
০২. আয়রন আর জিঙ্কঃ
আয়রন আর জিঙ্ক আপনার মাথার কোষে অক্সিজেন পরিবহন করে নিতে সহায়তা করবে আর নতুন টিস্যু তৈরিতে এবং ক্ষয়রোধে সহায়তা করবে। পরিমিত পরিমাণে আয়রন আর জিঙ্ক নতুন এবং দ্রুত চুল গজানোর জন্যে সহায়ক ভূমিকা পালন করে। মটরশুঁটি, বাদাম, কলিজা, মাংস, দুধে আপনার প্রয়োজনীয় জিংক আর আয়রন বিদ্যমান।
০৩. ভিটামিন সিঃ
পেয়ারা, লেবু, কমলা, আনারস, কামরাঙা, কাঁচা মরিচে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রয়েছে। আপনার চুলের বৃদ্ধি এবং গজানোর জন্য সহায়ক।
০৪. কালোজিরাঃ
কালোজিরা নতুন চুল গজানোর জন্যে সহায়ক। মাথায় কালোজিরার তেল ব্যবহার করা আর খাবারে কালোজিরা ব্যবহার খুব ভালো ফল দেয়।
কিছু সাধারণ যত্নঃ
০১. নিয়মিত চুল পরিষ্কার রাখা এবং আঁচড়ানো। কিন্তু অতিরিক্ত আঁচড়ানো চুল পড়া বাড়িয়ে দেয়।
০২. পেঁয়াজ এর রস চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে ১০ মিনিট রাখুন | নিয়মিত ব্যবহার করলে নতুন চুল গজাবে। How to remove hair fall?
Answer to hair loss or hair thinning problem is that the many. The two have to work to get rid of this problem. One is to prevent falling hair, the other new hair growth. To prevent hair falling, we often see a variety of writing. Less than the chance to learn about new hair growth. Let's assume you know how to grow new hair.
Hereditary or environmental impact due to age or our hair began to fall. For this reason, our mind has rarely been so bad, think again if adolescence were like a hair in any way again. Skyalpe skin or if we can spur our heads, then you can grow new hair on his head. There is blood at the base of each hair. If it can be extended, if possible to grow new hair.
The first method:
The first approach to massage. Regular massage will do. This will increase blood circulation and skyalpa will stimulate skyalpe. Take one tablespoon of vitamin E Keep in mind massage. Hair Vitamin E is necessary for the supply of nutrition. Vitamin E can be added to tea extract. These two well mixed with palm and fingers at the base of the hair roots to sew. Massage for 5-6 minutes. Take the scratch with coarse tooth comb. Take the hair combed hair is divided into smaller parts.
After a while the general use of shampoo and conditioner. This massage will make hair grow 3 times a day for the rules. But again do not use shampoo. It will not damage hair.
The second method:
Phalikala hair is the hair root. However, if the bhaibresanera phalikala to stimulate new hair to grow. Are available in the market to buy vibrate myasejara. Skyalpe cycle of turning on you can take the vibrate massage. The more the hair is going to fall in place, the more attention. Thus, in 5 to 10 minutes skyalpa to vibrate. You will also get a good result to 3 times a day.
The third method:
You need to use a shampoo that will help your skyalpera to drop dead cells. These dead cells are skyalpera phalikala block, on the grounds that the new hair can not grow. For the skyalpe decreases blood circulation. Myasazera head with a small amount of shampoo Wash with cold water like a set. It will have to do this once a day.
Fourth Process
This method is medication. Drugs for hair. After a lot of research and minoksidila phenasteraida the two drugs being used to grow hair. The two drugs have side effects. Available in two concentration of minoksidila. The% and 5%. % Of women and 5% minoksidila minoksidila for boys. It is available as jenogro market. Spray head is skyalpe. For the hair grow more product click on this link and you will receive.
In addition to these methods, and some of you will take care diet.
Khadyabhyasah
01. Protinah
Get adequate amounts of protein-rich foods - our hair is largely made up of keratina. This is a type of protein made up of amino acids. So your body to grow new hair amino acids, should be sufficient. Fish, meat, cheese, milk, eggs - Try to keep at least one of these in your diet every day. Soybeans, beans, bananas, nuts, etc. to get. Non-Vegetarian diet is relatively high, however, the amount of protein.
02. Iron and jinkah
Iron and zinc in cells that transports oxygen to your head, which will help to create new tissue and helps ksayarodhe. Moderate amounts of iron and zinc play a supportive role for new and quickly grow hair. Beans, nuts, liver, meat, milk, and you need zinc, iron exists.
03. Vitamin Sr.
Guava, lemon, orange, pineapple, star fruit, green chili contains adequate quantities of vitamin C. Hair growth and helps you grow.
04. Kalojirah
Black cumin helpful to grow new hair. The use of black cumin oil and food use on black cumin gives very good results.
Some common yatnah
01. On a regular basis to keep the hair clean and kempt. But read further increases combing hair.
02. The roots of the hair roots of onion juice and put on a good 10 minutes | Regular use of the new hair grow.