About অনলাইনে প্রেম
হুট করে অনলাইনে ওর সঙ্গে পরিচয়। কথা হয় রোজই। হয়েছে কিছুটা ঘনিষ্ঠতাও। রাগ-অনুরাগ। তবে সবই ভার্চুয়াল। একে প্রেমও বলা যায়, আবার মিছেমিছি কিছু, নিছক বন্ধুত্ব—এ রকমও বলা যায়। এখন ভাবছেন, আরও এগিয়ে যাওয়া ঠিক হবে কি? নাকি সময় থাকতে সরে পড়াই ভালো। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত কয়েকটি বিষয় ভেবে নিন।
সাইবার প্রেম বলতে আমারা যা বুঝি তাহল, সামাজিক যোগাযোগের সব মাধ্যম যেমন- ফেসবুক, গুগল টক, স্কাইপ, মিগ ৩৩, টু, ভিবার, হোয়াটস এ্যাপ, লিন, নিমবাসসহ অন্যান্য মাধ্যমে জানা বা অজানা কারো সঙ্গে প্রেম করা। তাই অধিকাংশ ক্ষেত্রেই একে অপরের সঙ্গে দেখা হয় না। আবার অনেকেরই সুযোগ থাকলেও ইচ্ছা করেই দেখা করেন না।
ইন্টারনেটে প্রেম করলেই যে বন্ধুর সঙ্গে দেখা হবে না ব্যপারটা কিন্তু তা নয়। নানা অজুহাতে বন্ধুটি মাসের পর মাস এমনকি কয়েক বছর ধরেও আপনার সঙ্গে একইভাবে সম্পর্ক রেখে চলছে। ফলে আপনি সেভাবে তাকে জানতেও পারছেন না। মনে রাখবেন, একটা মানুষ যদি সত্যিই আপনাকে ভালবাসে, তবে তিনি যে কোনও উপায়েই আপনার সঙ্গে দেখা করার পথ খুঁজে বের করবে। বিষয়টি মাথায় রেখে ভেবে দেখুন তো আপনার বন্ধুটি এমন নয় তো?
আবেগের উপর একদমই নির্ভর না করে, সবসময় নিজের যুক্তি দিয়ে চিন্তা করুন। তার চেয়ে আরও ভাল হয় যদি অন্য কারও দৃষ্টিভঙ্গি থেকে নিজেকে বিচার করেন।
অনেক সময় দেখা যায় সাইবার প্রেমে বন্ধুর প্রতি যে ধারণা থাকে বাস্তব তার উল্টা। বাস্তবে হতে পারে সম্পূর্ণ অপছন্দের চরিত্রের। অনলাইনে তাকে যত অসাধারণ মনে হচ্ছে, আসলে তিনি হয়তো মোটেই তা নন।
একজন মানুষের ব্যাপারে আপনি না জেনে কখনই দাবি করতে পারবেন না যে, আপনি তাকে বা তিনি আপনাকে ভালবাসেন। তাকে না দেখে, বাস্তবে তার সঙ্গে সময় পার না করেই আপনাকে ভালবাসার কথা বললে সেটা বিশ্বাস করবেন না। অনলাইন প্রেম কিন্তু যথেষ্ট বিপজ্জনক হতে পারে।
ভিডিও চ্যাটের সময় অবশ্যই সাবধান থাকা জরুরী। অনেক দুর্বৃত্তকারী ভালো ভালো কথা বলে আপনার ভিডিও বাজারে বিক্রিও করতে পারে। এতে সমাজের কাছে, পরিবারের কাছে এমনকি নিজের কাছেই ছোট হতে বাকি থাকবে না কিছুই।