আত্নরক্ষায় মার্শাল আর্ট শিখুন for Android
তবে বাংলাদেশীদের মতে, ১২০০ সালেরও পূর্বে সৌদি আরব থেকে সেই সময়ের বড় আলেমরা ধর্ম প্রচারের উদ্দেশ্যে বাংলাদেশে আসতেন। সে সময় বাংলার হিন্দুরা তাদের উপর নানা রকম আক্রমণ চালাত। আক্রমণ থেকে বাঁচার জন্য তারা কুংফুর প্রচলন করেন।
তবে বিশুদ্ধ মত এই যে, জাপানের ওয়াকিয়ানা দ্বীপকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ জাপান ও কোরিয়ারমধ্যে যুদ্ধ চলছিল। এই যুদ্ধ নিরসনে “ডঃ স্যার জিগারো কানো”১৬৩৯ সালে তাঁর বন্ধু “ফুনাকো শি গিচি” এর সহযোগিতা নিয়ে ওয়াকিয়ানা দ্বীপের সাধারন বাসিন্দাদেরকে খালি হাতে আত্মরক্ষার জন্য কৌশল শিক্ষা দিতে লাগলেন। এরই ধারাবাহিকতায় মার্শাল আর্ট বা কারাতের উৎপত্তি। এই সময়কেই আধুনিক মার্শাল আর্ট বা কারাতের উৎপত্তির সময় বলে ধরা হয়।
তাই মার্শাল আর্ট বা কারাতে বলতেই আমরা জাপানকেই বুঝি। জাপান মার্শাল আর্ট চর্চা শুরু না করলে হয় তো আমরা মার্শাল আর্ট বা কারাতে পেতাম না।