About তাওবা ও পাপ মোচনকারী আমল - Islam Shikkah
তাওবা হলো অতীতের গুনাহের অনুশোচনা, বা পাপ থেকে ফিরে আসা। অ্যাপটি থেকে চলুন জেনে নিই কুরআন ও সুন্নাহর আলোকে তাওবা ও পাপমোচনকারী কিছু আমল সম্পর্কে বিস্তারিত । ‘ইস্তেগফার’ শব্দের অর্থ কৃত পাপকর্মের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহর অসংখ্য মহান গুণাবলির একটি হলো ক্ষমা। আল্লাহ তাআলা ‘গাফুরুর রাহিম’ অর্থাৎ তিনি পরম ক্ষমাশীল, অতিশয় দয়ালু। মানবজাতি আল্লাহর ক্ষমা ও দয়া লাভ করে রমজান মাসে পাপমোচন লাভ করে সৌভাগ্যবান হতে পারে। যদি কোনো বান্দা ভুলবশত অতি ঘোরতর গুনাহের কাজ করে; এবং সেই ব্যক্তি যদি কায়মনোবাক্যে সিজদায় রত হয়ে তওবা-ইস্তেগফার করে আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা চায়, তাহলে আল্লাহ সেসব ইমানদার লোকদের ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ‘আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি, যে তওবা করে, ইমান আনে, সৎকর্ম করে ও সৎপথে অবিচলিত থাকে।’ (সূরা তাহা, আয়াত: ৮২) মানবজাতিকে শিক্ষা দেওয়ার জন্য বলা হয়েছে, ‘তুমি তোমার প্রতিপালকের প্রশংসাসহ তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী।’ (সূরা নাসর, আয়াত: ৩)
আল্লাহর রহমত ছাড়া অন্যায়-অপরাধ তথা গোনাহের কাজ থেকে বাঁচার কোনো উপায় নেই। কারণ খালেছ বান্দা হওয়ার জন্য যেমন আল্লাহর একান্ত রহমত প্রয়োজন, ঠিক তেমনি গোনাহ তথা পাপ কাজ থেকে বেঁচে থাকতে আল্লাহর রহমতের বিকল্প নেই।
শাহওয়াত (মানুষের কামনা, বাসনা ইত্যাদি) দ্বারা জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে এবং মাকারিন (যা মানুষ অপছন্দ করে) দ্বারা জান্নাতকে ঘিরে রাখা হয়েছে। অতএব, জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে নানা ধরনের বাঁধা-বিপত্তির সম্মুখীন হতে হবে কেননা জান্নাতের পানে গমনের রাস্তা ফুল বিছানো নয়! অন্যদিকে, আমাদের চারিত্রিক বৈশিষ্টের অন্যতম দিক হচ্ছে, যা কিছু মন্দ-নিষিদ্ধ তা করতে আমাদের ভালো লাগে। সুতরাং, আমরা যদি আমাদের প্রবৃত্তির অনুসরন করি তবে আমাদের গন্তব্য হবে জাহান্নাম। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
“জাহান্নাম কে ঘিরে রাখা হয়েছে আকর্ষনীয় কাজকর্ম দিয়ে আর জান্নাত কে ঘিরে রাখা হয়েছে নিরস কাজকর্ম দিয়ে।“ (বুখারী ৭: ২৪৫৫)
আশা করি তওবা ও পাপ মোচনকারী আমল অ্যাপটি আপনাদের কাজে দিবে । অ্যাপটি ভাল লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন । আমাদেরকে রিভিও দিয়ে আপনার ভাল লাগার কথা জানিয়ে দিন । Repent, repent of the sins of the past, or to come back from sin. Let's assume that the Qur'an and the Sunnah of the app papamocanakari repentance and good deeds of some of the details. 'Apologizes' to Allah for forgiveness for the sins committed means. One of the great attributes of God's forgiveness. Allah 'gaphurura Rahim' He is the Oft-Forgiving, Most Merciful. Receive God's forgiveness and mercy to mankind during Ramadan may be lucky to be a sin. If the error is very serious sin is a slave; And if the person is engaged heartily in prostration to Allah in repentance-istegaphara ask forgiveness, Allah will forgive those of the Christians. Allah declared, "I am Forgiving towards him, repent, believe brings good deeds and guidance remained steady." (Surah Taha, verse 8) mankind to teach has been said, Thou Lord, praise His holiness and glorify and ask forgiveness of him, he is the Acceptor of repentance. "(Al-Nasr, verse 3)
Without the mercy of Allah from the evil crime as well as crime, there is no way to escape. God's mercy is needed for the sole reason of being a slave, just as well as from sin a sin to live the grace of God, there is no alternative.
Sahaoyata (human desires, etc.) and are surrounded by Hell Makary (people hate) is surrounded by a Paradise. Therefore, we have to go to Paradise will have to face all sorts of difficulties tied at the Paradise flowers spread on the road is rising! On the other hand, one of the traits of our being, that which is evil to do it on our like-ban. So, if we follow our desires, our destination is Hell. It was narrated from Abu Hurairah reported, the Messenger Prophet said,
"Who the hell are surrounded with exciting activities and the surrounding gardens were kept dry chronicle the deeds." (Bukhari 7: 2455)
I hope you will work repentance and expels the app works. If you like the app, share it with your friends. Inform your best to take with us to review.
by I####:
helped