About কালিকাপ্রসাদে গেলে আমি
সবকিছুই কবিতা; ক্লেদ ও ক্লান্তি, ভালোবাসা ও মৌনতা, পাপ ও নিরাময়, জড়তা ও বধির, অবদমিত আকাংখা ও বিবাদমান বিষাদ আর স্থবির-প্রাণেরাও…
গভীর সংযোগের আবেগ-ই কবিতার বিষয়। বাইনারির সুবিধায় যে হৃদয় তার সুতায় বুনতেছে ভাবনার পথরেখা, সেইখানে উন্মিলীত আত্মা পড়ে আছে, মলিনরূপে, উদ্বোধনের আশায়। হয়তো কেউ মাফ করে দিবে, এই গ্লানি, মসৃণতার; এই ভেবে ভেবে সংশয়ের আবরণ খুলে স্বম্ভিত কারুকাজগুলি, সময়গ্রন্থির পাঁকে পড়ে রয়ে গেলো, দ্যুতিতে, চিহ্নবোধের আশ্রয়ে, উষ্ণতা ও প্রেমে, অপরিমেয় ভালোবাসায়। Everything is poetry; Humidity and fatigue, and the silence of love, sin and healing, inertia and deaf, and conflicting desires repressed grief and shuts-pranerao ...
The connection of the deep emotion of the poem. The advantages of binary thinking bunateche yarn spoor of his heart, there is the spirit of open, malinarupe, in the hope of opening. Maybe someone will give me the dirt, polishing; Crafts sbambhita open while the thought of confusion, there was still samayagranthira pamke, dyutite, cihnabodhera shelter, warmth and love, immense love.