About VAT Checker ( ভ্যাট চেকার )
আমাদের বাংলাদেশে অনেক অনেক প্রতিষ্ঠান অবৈধভাবে ভ্যাট ফাঁকি দিচ্ছে। এই ধরেন কোন এক রেস্টুরেন্টে গিয়েছেন, বিলের রশিদে দেখবেন এতো % ভ্যাট। আপনার পকেট থেকে টাকাটা যাচ্ছে ঠিকই কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ভ্যাটের টাকা সরকারি কোষাগার পর্যন্ত পৌঁছায় কিনা! নাকি আপনাকে বোকা বানানো হচ্ছে !
কোন কোন ব্যবসায়ী মূসক নিবন্ধন ( ভ্যাটের সরকারী রেজিস্ট্রেশান ) না নিয়েও অবৈধভাবে ভ্যাট আদায় করে নিজের পকেটে ভরছেন। নিবন্ধনবিহীন এই ভ্যাটের টাকা থেকে সরকার বঞ্চিত হচ্ছে। ইসিআর মেশিনে বিক্রয়ের তথ্য মুছে ফেলা হচ্ছে। ফলে বঞ্চিত হচ্ছে দেশ, বঞ্চিত হচ্ছে সাধারন জনগন।
আমাদের এই অ্যাপটি ভ্যাট ফাঁকি প্রতিরোধের চিন্তা থেকে তৈরি করা হয়েছে। এটি সরকারি ওয়েবসাইট www.nbr.gov.bd থেকে তথ্য সংগ্রহ করে। তাই অ্যাপটির ফলাফল যথেষ্ট নির্ভরযোগ্য।
চলুন ভ্যাট ফাঁকি রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলি। কার জন্য বসে থাকবো আমরা ? দেশটা তো আমাদেরই, তাই না !
অ্যাপটির মূল ফিচারগুলা দেখে নিনঃ
১। কোন প্রতিষ্ঠান থেকে পণ্য বা সেবা কিনলে তারা একটা রশিদ দেয়, যাতে থাকে একটা বি আই এন ( BIN- Business Identification Number ) নাম্বার। অ্যাপটিতে বিন নাম্বার বসিয়ে চেক করতে পারবেন আপনার প্রদত্ত ভ্যাট সরকারের কাছে ঠিক মতো যাচ্ছে নাকি প্রতারনা করা হচ্ছে!
২। অ্যাপটির মাধ্যমে যদি জানতে পারেন আপনার প্রদত্ত ভ্যাট তারা সরকারকে দিচ্ছে না, তাহলে এই মোবাইল অ্যাপটির মাধ্যমে সরাসরি অভিযোগ করতে পারবেন।
৩। অ্যাপটি আপনার প্রদত্ত বি আই এন নাম্বার এর মাধ্যমে সরসরি স্বয়ংক্রিতভাবে আপনার অভিযোগ যথাযথ কতৃপক্ষের নিকট প্রেরন করবে।
৪। ভ্যাট সংক্রান্ত অন্য যেকোন অভিযোগও করতে পারবেন। কোন সেলসম্যান মূসক চালান প্রদানে কোনরূপ অসহযোগিতা কিংবা দূর্ব্যবহার করলে অথবা মূসক ফাঁকি দিলে অভিযোগ করুন।
★যোগ করা হয়েছে নিখুঁত অনুসন্ধান ব্যবস্থা। আপনার লোকেশান সার্চ করুন একটি ক্লিকে
★ অভিযোগ ফর্মে গ্যালারি থেকে রশিদ / চালানের ছবি অ্যাটাচ করা যাবে
৫। অ্যাপটির মাধ্যমে আপনারা ভ্যাট সংক্রান্ত প্রয়োজনীয় কিছু ব্লগপোস্টও পড়তে পারবেন যেগুলা অনলাইনভিত্তিক আর নিয়মিত আপডেট করা হয়।
৬। ভ্যাট সংক্রান্ত কিছু প্রয়োজনীয় তথ্য অ্যাপটিতে সংযোজোন করা হয়েছে, যেগুলো ভ্যাট সম্পর্কে আপনার ধারনাকে আরো স্বচ্ছ করবে। বিভিন্ন প্রশ্ন এবং উত্তর থেকে আপনারা ভ্যাট প্রদানের নিয়ম, প্রতিষ্ঠানের বৈধতা সম্পর্কেও জানতে পারবেন ।
বিঃদ্রঃ
এখন VAT Checker অ্যাপের মাধ্যমে ভ্যাট ফাঁকির অভিযোগ করলে অ্যাপটি জানিয়ে দেবে কী অ্যাকশান নেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। নতুন এ ফিডব্যাক টেকনোলজি ঢাকা পশ্চিমের (NBR) অধীনে পাইলটিং শুরু হয়েছে। তার মানে হলো মিরপুর, মোহাম্মদপুর, সাভার, মানিকগঞ্জ, ধামরাই, টাঙ্গাইল ও জামালপুর কমিশনারেটের অধীনে এ সার্ভিস শুরু হলো। ফলাফল পর্যালোচনা করে সারা দেশে এ ব্যবস্থা চালু করবে এনবিআর।
**যদি কোন প্রতিষ্ঠান খুব নিকট অতীতে রেজিস্ট্রেশান করে থাকে তাহলে তাদের তথ্য রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে আপডেট হতে কিছুটা সময় লাগে। আপনি যদি VAT CHECKER অ্যাপের মাধ্যমে BIN নাম্বারটি সঠিক না পান তাহলে সেই প্রতিষ্ঠানের নিবন্ধন সনদ দেখতে চান। মূল্য সংযোজন কর আইন অনুযায়ী নিবন্ধিত প্রতিটি প্রতিষ্ঠানে নিবন্ধন সনদ প্রকাশ্য স্থানে ঝুলিয়ে রাখা বাধ্যতামুলক। মূসক চালান প্রদানে কোনরূপ অসহযোগিতা কিংবা দূর্ব্যবহার করলে অথবা মূসক ফাঁকি দিলে অভিযোগ করুন। Many of our institutions are illegally evaded VAT. No one had picked this restaurant, you will see the bill so% VAT receipt. The money going from your pocket, but you never wondered whether VAT reach the public exchequer money! Or you are being fooled!
What businessman registration (official registration of VAT) VAT is not even his own pocket loads illegally. Nibandhanabihina being deprived of the VAT money from the government. ECR deleting data in the machine. As a result, the country is being deprived, deprived the general public.
This app was created from VAT evasion, resistance thinking. It collects data from government websites www.nbr.gov.bd. Therefore, the results of the app is reliable enough.
Let's build a social movement to check VAT evasion. Who will we wait? But our country is not
View the original app phicaragula ninah
1. No organization gives a receipt to the goods or services they buy, so there is a BIA N (BIN- Business Identification Number) number. Putting the bin number provided app allows you to check the VAT to the government, or cheating is going to be okay!
II. If you can find the app you paid VAT is not the government, then you can complain directly through the mobile app.
3. With your paid app BIA N number sarasari sbayankritabhabe will send your complaint to the appropriate authorities.
4. VAT can not complain about anything else. No salespeople to pay VAT invoice or VAT, if any non-cooperation or Abuse Report stall.
★ Added search perfect. Search locations, get your
Receipt from the gallery ★ complaint form / shipment can attach photos
5. You can read the blog post anything necessary regarding the application of VAT yegula analainabhittika, and is updated regularly.
6. Useful information relating to VAT has been sanyojona app, your concept of VAT which will be more transparent. Providing a variety of questions and answers from the VAT rules, you can learn about the legitimacy of the organization.
Note:
Now VAT evasion VAT Checker app will tell you what the app has to take action against the company. Feedback new technology covered the west (NBR) has started piloting under. That means Mirpur, Mohammadpur, Savar, Manikganj Dhamrai, Tangail and Jamalpur started the service under the Commissionerate. The tax system will be introduced across the country to review the results.
** If any organization very close in the past, if registration takes some time to update their information on the Board of Revenue. If you app VAT CHECKER BIN registration certificate number is not correct, then the organization would like to see. VAT up to each organization registered under legislation binding Charter hang in public places. VAT invoice or VAT to pay, if any non-cooperation or Abuse Report stall.
by S####:
কোম্পানির নাম তো আসে। তারা যে vat দেয়, তার প্রমাণ কি? উত্তর দিবেন আশা করি।