About যুবক-যুবতীর আদর্শ জীবন
আল্লাহ বলেন, ﴿يَوْمَ لا يَنْفَعُ مَالٌ وَلا بَنُونَ- إِلاَّ مَنْ أَتَى اللهَ بِقَلْبٍ سَلِيمٍ﴾ ‘‘যেদিন ধন-সম্পদ সন্তান-সন্ততি কোন কাজে আসবে না। সেদিন উপকৃত হবে কেবল সেই ব্যক্তি, যে আল্লাহর নিকট বিশুদ্ধ অন্তর নিয়ে উপস্থিত হবে।’’[1] ﴿قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا- وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا﴾ ‘‘যে আত্মা পরিশুদ্ধ করবে, সেই সফলকাম হবে এবং সে ব্যর্থ হবে, যে আত্মাকে কলুষিত করবে।’’[2] সুতরাং যে ব্যক্তি অমূলক বিশ্বাস, শির্ক, বিদআত, বাতিল অভিমত, সন্দেহ ও সংশয়, বৈষয়িক আসক্তি (ধন, নারী, গদি, যশ প্রভৃতির লোভ) রিপুর আক্রমণ, শরয়ী জ্ঞান শূন্যতা, অধিক বিলাসিতা ও হাসি, নোংরা ও কদর্যgআচরণ এবং পাপাচরণ থেকে নিজ আত্মা ও মনকে পবিত্র ও বিশুদ্ধ রাখবে এবং আল্লাহর উপর সঠিক ঈমান ও বিশ্বাস রাখবে, তাঁর নিকট আত্মসমর্পণ করবে, তাঁরই উপর সদা ভরসা করবে, তাঁরই নিকট সকল চাওয়া চাইবে, তাঁরই স্মরণ ও ধ্যানে সদা হৃদয় জাগরিত থাকবে, তাঁর রসূলের তরীকা সদা তার পথ ও হৃদয়ের আলোকবর্তিকা হবে। অধিকাধিক তেলাঅত দুআ, প্রার্থনা, যিক্র ও ইস্তিগফার তথা দরূদ পাঠ করবে। দ্বীনী মজলিসে অংশগ্রহণ, দ্বীনী বই-পুস্তক পঠন-পাঠন এবং সত্যকে চিনে তা সাদরে গ্রহণ করবে, মুসলিম তথা সারা সৃষ্টির জন্য যার হৃদয় দয়ার্দ্র থাকবে, তার হৃদয় পরিশুদ্ধ হৃদয়। মোটকথা পূর্ণ আত্মসমর্পণকারী একজন মুসলিমের হৃদয় বিশুদ্ধ হৃদয়। এমন না হলে মুক্তি ও সফলতার আশা করা যায় না। He said, )يوم لا ينفع مال ولا بنون- إلا من أتى الله بقلب سليم( '' One day your children will avail wealth. On that day, would benefit only the person that Allah will bring a pure heart. '' [1] )قد أفلح من زكاها- وقد خاب من دساها( '' that will be pure spirit, he will be successful and that he will fail, that corrupt the soul will. ' "[2] Thus unfounded belief that, shirk, innovation, canceled opinion, doubt and skepticism, addictive material (wealth, women, mattress, greed, fame, etc.) against lust, void of their legal knowledge, more luxury and smile, dirty and nasty g behavior and ways of his soul, and mind pure and pure will of God and the correct belief and faith in the will, to him will not surrender, in his ever-trust, and to him all it wants, his remembrance and contemplation, ever the heart of the watch will be the messenger Sunnah and the way of his heart always will be light. Adhikadhika telaata supplication, prayer, remembrance, and neither will recite prayer as well. Participating in religious gatherings, religious books academic and recognize the truth that it receives, as well as the creation of a Muslim whose heart is kind, his heart pure heart. In short, the heart of a Muslim pure heart full surrendered. If you do not like freedom and success can not be expected.