রুপচর্চা বিউটি পার্লার for Android
মেয়েদের সৌন্দর্যচর্চার দীর্ঘকালের ইতিহাসের বিবরণ পুরোনো পুঁথিপত্রে, কাব্য সাহিত্যে, দেওয়ালের গায়ের ছবিতে রয়ে গেছে। সৌন্দর্য-চর্চা শব্দটি অর্থবহ। সৌন্দর্য-চর্চার লক্ষ্য – এক সুগঠিত নারী দেহ গড়ে তোলা যা হবে লাবন্যময়ী, সুশ্রী, সজীব। এই লাবন্যময়ী নারীকে আরো সুন্দর করে তোলে নারীর উন্নত চিন্তাধারা ও তার বুদ্ধির দীপ্তি।
মেয়ে মাত্রই সৌন্দর্য সাধনার অধিকারীনি। আবাল বৃদ্ধবণিতা তাই সকলেরই প্রয়োজন অনুসারে নিয়মমতো সৌন্দর্য-চর্চা করা উচিত।