About Coupo- Your Digital work place (কুপো)
Couppo is designed to be a multi purpose app, where user can trade in international currency, they can participate on quiz and chat with other friend. It also helps users to earn money from the trading.
কুপো কি?
কুপো হল একটা মোবাইল অ্যাপ, যাতে বিভিন্ন উপায়ে টাকা আয় করা যায়। কুপোতে আছে অর্থকরি দুইটি ফিচার। cTrader and Quiz । cTrader এ আপনি FOREX অথবা শেয়ার মার্কেটের মত ট্রেডিং করতে পারবেন, দিনে যতবার সম্ভব। আর Quiz এ আপনারা সঠিক উত্তর দিয়ে পেতে পারেন ৩০০ টাকা পর্যন্ত পুরুস্কার।
কুপো কুইজ কিভাবে কাজ করে?
প্রতি কুইজে অংশগ্রহণ করতে ২ টাকা চার্জ কেটে নেওয়া হয়। আপনি যতবার কুইজে অংশগ্রহণ করবেন, তত আপনার জেতার সম্ভাবনা বেড়ে যায়। আপনি যতবার কুইজে অংশগ্রহণ করবেন, ততবার আপনার ব্যাল্যান্স থেকে ২ টাকা চার্জ করে কেটে নেওয়া হয়।
এটি অন্য SMS কুইজের মতই। প্রতিদিন ৪ বার করে ড্র হয়। আমাদের ড্র করা হয় কম্পিউটার দিয়ে। দিনে চার জন ভাগ্যবান পাবেন, ৩০০ টাকা করে। আপনার বিকাশে টাকা চলে যাবে, অথবা আপনার অ্যাকাউন্টে জমা হবে, আপনার ইচ্ছামত।
cTrader কি?
cTrader হল FOREX এর সহজ ভার্সন। আপনারা অ্যাপ এ গ্রাফটি দেখতে পাচ্ছেন, এটা উপরে উঠবে, নাকি নিচে নামবে, তার উপর ভিত্তি করে আপনারা ট্রেড করতে পাররেন।
5M মানে পাঁচ মিনিটে গ্রাফটি কতটুকু উপরে উঠেছে, বা কতটুকু নিচে নেমেছে। 1H মানে এক ঘণ্টায়, 12H মানে ১২ ঘণ্টায়, এবং 1D মানে এক দিনে পরিবর্তনের হার কেমন হবে তা দেখাচ্ছে।
cTrader কিভাবে ব্যাবহার করবো?
প্রথমে গ্রাফটি দেখুন। চিন্তা করুন, গ্রাফটি উপরে উঠবে না নিচে নামবে। তারপর, আপনি কত টাকা এই ট্রেডে বিনিয়োগ করবেন, তা ঠিক করুন। তারপর, যদি আপনি মনে করেন যে গ্রাফটি উপরে উঠবে, RISE এ চাপুন। যদি নিচে নামে, FALL a চাপুন। অবশেষে, GO বাটন চাপুন। আপনার ট্রেড শুরু হয়ে গেল।
cTrader দিয়ে কিভাবে আয় করবো?
প্রথমে গ্রাফটি দেখুন। এটা EUR/USD পরিবর্তনে হার। যদি ইউরোপের চাইতে আমেরিকার অর্থনিতি ভালো হয়, তাহলে গ্রাফ নিচের দিকে যাবে। আর যদি আমেরিকার চাইতে ইউরোপের অর্থনিতি ভালো হয়, তাহলে গ্রাফ উপরের দিকে যাবে।
কুপোতে টাকা শেষ, কি করব?
আপনাদের অনেকের অ্যাকাউন্ট এ টাকা শেষ হয়ে গেছে। আমরা আপনাদের অ্যাকাউন্ট ফ্রী ১৮ টাকা পেয়েছিলেন, অ্যাপকে টেস্ট করার জন্য। এরপর, অ্যাপ ব্যবহার করার জন্য, আপনাদেরকে বিকাশ করতে হবে +8801711953877 এই নাম্বারে।
বিকাশ করার নিয়মাবলিঃ
আপনার ফোন থেকে *২৪৭# ডায়াল করুন। তারপর, বিকাশের মেনু থেকে ৩ চাপুন, তারপর কুপোর নাম্বার চাপুন, 01711953877। তারপর যত টাকা রিচার্জ করবেন তা লিখুন। তারপর রেফারেন্স নাম্বার লিখুন, রেফারেন্স নাম্বার হলো আপনার ID নাম্বার। তারপর, কাউন্টার নাম্বার লিখুনঃ১।
কিভাবে cTrader এ প্রফিট করবেন?
cTrader এ প্রফিট করাটা কোন ভাগ্য না। এটা কোন লটারি না। এটা হল অনেক এনালাইসিস ও সঠিক execution এর ফসল।
ভালো ট্রেডার যারা, তারা কিছু সিগন্যাল ফলো করেন। সিগন্যাল এ তারা আপনাকে বলে দিবেন, যে RISE হবে নাকি Fall হবে। যেহেতু, এটা ইন্টারন্যাশনাল মার্কেট। তাই তাদের সিগন্যাল ৬৫% সময়ে সঠিক হয়।
এখানে কিছু লিঙ্ক দিচ্ছি, দয়া করে পরেন।
https://www.dailyforex.com/forex-technical-analysis/2017/08/eurusd-forex-signal-august-17-2017/82612
ক্যাশ আউট করবেন কিভাবে?
প্রথমে মেনুতে যান। তারপর, Cashout এ প্রেস করুন। আপনি যত টাকা পেতে চান তা লিখন। যে বিকাশ নাম্বারে পেতে চান তা লিখন। সাবমিট বাটনে। ক্লিক করুন।
আপনার রিকুইস্ট আমাদের কাছে আসবে। ১০০ টাকার নিছে হলে আমরা দুইদিন পর টাকা পাঠাই। ১০০ টাকার বেশি হলে, ২-৭ দিন সময় লাগে। বিকাশের ফি আপনাকে দিয়ে হবে।
হট লাইনঃ
আমাদের একমাত্র হট লাইনঃ +88 01711 953 877
অন্য জায়গাতে যোগাযোগ করে প্রতারিত হবেন না।
আমাদের অফিসিয়াল ফেসবুক পেজঃ https://www.facebook.com/coupopayment/
by S####:
আমার ব্যালেন্স ছিল ১২২ টাকা, হঠাৎ দেখি কি একটা মেসেজ এসে ১০০ টাকা কেটে নিয়েছে?? এটা কেন?? আগেও একবার এমন ভাবে টাকা কেটে নেয়া হয়েছে। এমনই যদি হয় তাহলে তো এটা হয়রানি ছাড়া কিছুই না। ক্যাশ আউট করলে কত দিনের মধ্যে টাকা পাওয়া যাবে??