About আল কুরআনের শিক্ষা -Quran teach
মুসলিম হিসেবে দুনিয়া এবং আখিরাতে আমাদের সাফল্য, সম্মান ও মর্যাদা মাত্র একটি পথেই আসতে পারে – আর তা আল কুরআনকে আঁকড়ে ধরার মাধ্যমে৷ আল্লাহ তাআলা বলেন:
নিশ্চয় আমি তোমাদের প্রতি এক কিতাব নাযিল করেছি, যাতে তোমাদের জন্য উপদেশ ও মর্যাদা রয়েছে, তবুও কি তোমরা বুঝবে না?১
অর্থাৎ তোমাদের প্রতি আমি যে কিতাব নাযিল করেছি, সেই আল-কুরআনের অধ্যয়ন, এর শিক্ষা সম্পর্কে জ্ঞানার্জন এবং জীবনের সর্বক্ষেত্রে এর বাস্তবায়নের মাধ্যমেই তোমরা দুনিয়া ও আখিরাতে কাঙ্খিত মর্যাদা ও সাফল্য লাভ করতে পারবে। তবুও কি তোমরা বুঝবে না যে তোমাদেরকে অন্যদের ওপর কী শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে?
এই আয়াতে মর্যাদা বোঝানোর জন্য যিকর শব্দটির ব্যবহার অত্যন্ত চমৎকার, কেননা এর অপর অর্থ হল উপদেশ৷ সুতরাং আল কুরআনে রয়েছে এই উম্মাতের যিকর, এর দ্বারা একই বাক্যে ফলাফল ও কারণ – দুটিকেই অত্যন্ত চমৎকারভাবে নিয়ে আসা হয়েছে; যেন বলা হচ্ছে: যদি তোমরা আল-কুরআনের উপদেশ গ্রহণ কর, তবে তোমরা তোমাদের কাঙ্খিত সম্মান ও মর্যাদা অর্জন করতে পারবে৷
আল কুরআন মানুষের নিকট স্বয়ং তার স্রষ্টার বার্তা৷ কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি কারও কাছে কোন চিঠি বা বার্তা পাঠালে তা পড়ে, জেনে, বুঝে সে অনুযায়ী কাজ না করে সে কখনোই স্বস্তি পাবে না – যদি সত্যিই প্রেরক তার কাছে গুরুত্বপূর্ণ হয়৷ সেক্ষেত্রে স্বয়ং স্রষ্টার পাঠানো বার্তা না পড়ে, না জেনে, বাস্তবায়ন না করে একে গিলাফে বন্দী করে তাকে উঠিয়ে রেখে কিভাবে একজন মুসলিম স্বস্তি পেতে পারে?
আমরা আজ আল কুরআন থেকে অনেক দূরে সরে গিয়েছি৷ যারা আল কুরআনের সাথে সামান্য কিছু সম্পর্ক রেখেছেন, তারা তা রেখেছেন শুধুমাত্র একে তিলাওয়াত বা পাঠ করার মাধ্যমে৷ আল-কুরআন বিশুদ্ধভাবে পাঠ করতে পারা লোকের সংখ্যাই কম, আর একে জেনে-বুঝে আমলে বাস্তবায়ন করা লোকের সংখ্যা তো নিতান্তই নগণ্য৷
এই যদি আমাদের অবস্থা হয়, তবে কিয়ামতের দিন আমাদের জন্য এক লজ্জাজনক দৃশ্য অপেক্ষা করছে। যেদিন স্বয়ং নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ পেশ করে বলবেন:
আর রাসূল বলবে, হে আমার রব, নিশ্চয় আমার কওম এ কুরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে৷২
যে লোকগুলো আল্লাহকে, তাঁর রাসূলকে ভালবাসা ও তাঁদের প্রতি ঈমানের দাবী করছে, স্বয়ং সেই লোকগুলোর বিরুদ্ধেই হয়ত অভিযোগ আনা হবে: তারা আল-কুরআনকে অধ্যয়ন করে নি, আল-কুরআনের অর্থ শেখেনি, একে জীবনে বাস্তবায়ন করে নি – সর্বোপরি তারা আল কুরআনকে পরিত্যাগ করেছে৷
তাই এখনই সময় আল-কুরআনের দিকে ফিরে আসার৷ আল-কুরআনের দিকে ফিরে আসতে হলে আমাদেরকে সাধ্যমত কয়েকটি কাজ করতে হবে:
১) নিয়মিত আল কুরআনের তিলাওয়াত৷
২) সাধ্যমত একে মুখস্থ করা৷
৩) নির্ভরযোগ্য উৎস থেকে এর অর্থ ও ব্যাখ্যা শেখা৷
৪) আল-কুরআনের অর্থ ও শিক্ষা নিয়ে গভীর চিন্তাভাবনা করা, যাকে আল কুরআনে তাদাব্বুর বলা হয়েছে৷ আল্লাহ তাআলা বলেন:
আমি তোমার প্রতি নাযিল করেছি এক বরকতময় কিতাব, যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং যাতে বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করে৷৩
৫) আল কুরআনের শিক্ষাকে আমলে বাস্তবায়ন
৬) মানুষকে আল কুরআন শেখানো এবং আল কুরআনের দিকে আহ্বান জানানো৷
এই সমস্ত কাজগুলো করার মাধ্যমে আমরা যদি আবারো আল-কুরআনের দিকে ফিরে আসতে পারি, তবে আমরা সর্বোত্তম মানুষ হতে পারব বলে আশা করা যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:
তোমাদের মধ্যে সর্বোত্তম তারাই যারা নিজেরা কুরআন শেখে ও অপরকে তা শেখায়!৪
………………………………………….
১ সূরা আল আম্বিয়া, ২১ : ১০৷
২ সূরা আল ফুরকান, ২৫ : ৩০৷
৩ সূরা সাদ, ৩৮ : ২৯৷
৪ সহীহুল বুখারী ৫০২৭, ৫০২৮, তিরমিযী ২৯০৭, ২৯০৮, আবূ দাউদ ১৪৫২, ইবনু মাজাহ ২১১, আহমাদ ৫০৭, ৪১৪, ৫০২, দারেমী ৩৩২৮ ৷ As the Muslim world and in the hereafter our success, respect and dignity in a way that can only - and through the grasp of Al-Quran. Allah says:
Indeed, I have sent down a Book, so that your advice and have the highest rank, then you do not understand? 1
I have revealed to you the Book, the Quran study, the implementation of all areas of life through education and learning about the world and the hereafter you will be able to attain the desired success and dignity. Even if you do not understand that what you have been preferred over others?
Daily use of the term to indicate the status of this verse is very nice, because it means other advice. So, al-Quran is the ummah Daily, the voice of the results and because - both have come up with brilliantly; It is being said: you take the advice of the Holy Quran, then you will be able to achieve your desired respect and dignity.
God's message to the people of the Qur'an itself. A letter, or send messages to any important person read it, you know, he never realized that he did not act in accordance with not only be satisfied - if the sender really is important to him. In that case the message is not sent by the Creator, without knowing, it does not implement the gilaphe him up, how can a Muslim prisoner can get relief?
Today we had strayed too far from the Qur'an. Has little relationship with the Quran, they have only one reading or by reading. Al-Quran is the number of people able to read correctly, to be implemented during the period the number of people who knowingly and it is insignificant.
If this is our condition, but a shameful scene are waiting for us on the Day of Resurrection. The day itself against our Prophet Muhammad peace be upon him, and will complain to God:
And the messenger will say, 'O my Lord, indeed my people have treated this Quran throw 2
The people of God, his messenger of love and faith to their claims, charges may be brought against the men themselves: they did not study the Al-Quran, learned the meaning of the Holy Quran, it has not been implemented in life - after all, they had to abandon al-Quran.
So now it's time to return the Quran. To return to the Qur'an as much as some of us have to work:
1) regularly recite the Quran.
Ii) ability to memorize it.
3) explain the meaning and learn from reliable sources.
4) Meaning of the Holy Quran and the teachings of the deep thinking that the Quran has been tadabbura. Allah says:
I have revealed to you the Book, so that they reflect upon its verses and that men of understanding may take heed .3
5) during the implementation of the teachings of Al-Quran
6) called on the people of Al-Qur'an Al-Quran taught.
By doing these things, we can come back to it again and again of the Holy Quran, then we can be the best man is expected, the Messenger of Allah, peace be upon him, said:
They are the best among you are those who learn the Qur'an and teaches it to others! 4
.................................................
1. Surah Al-Anbiya, 1: 10.
The al-Furqan, 5: 30.
3 Al-Saad, 38: 9.
4 sahihula Bukhari 5027, 5028, Tirmidhi 2907, 2908, 1452, Abu Dawud, Ibn Majah 211, Ahmad 507, 414, 502, 3328 Daremi.
by U####:
মাশা আল্লাহ খুব সুন্দর লেখা আরো বেশি হলে ভাল হত