About গ্রিন টিতে ফেসপ্যাক
সুস্বাস্থ্যের জন্য অনেকেই নিয়মিত গ্রিন টি পান করে থাকেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণ, হার্ট অ্যাটাক রোধ, ক্যান্সার প্রতিরোধসহ নানা রোগ প্রতিরোধ করে থাকে এক কাপ গ্রিন টি বা সবুজ চা। স্বাস্থ্য উপকারিতা ছাড়াও ত্বকের যত্নেও সবুজ চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে বিপুল পরিমাণ অ্যান্টি-অক্সিডেন্ট আছে, যা ত্বকের বয়সের ছাপ পড়া প্রতিরোধ করে। সূর্যকিরণের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা, ত্বকের পুড়ে যাওয়া ভাব রোধে গ্রিন টি বা সবুজ চায়ের প্যাক খুব কার্যকর। ত্বকের যত্নে গ্রিন টিয়ের বিভিন্ন প্যাক নিয়ে আজকের আয়োজন।
লেবু চালের গুঁড়োতে গ্রিন টি
এক কাপ সবুজ চা তৈরি করে নিন। এরসাথে এক চামচ চালের গুঁড়ো মেশান। চালের গুঁড়ো এবং সবুজ চা ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এরপর এতে লেবুর রস মেশান। আপনি চাইলে এর সাথে এক চা চামচ মধু মেশাতে পারেন। এটি মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি তৈলাক্ত ত্বকের জন্য বেশ উপকারি।
গ্রিন টি মধুতে ফেস প্যাক
একটি গ্রিন টি টি-ব্যাগ, দুই চা চামচ মধু একসাথে ভাল করে মেশান। সারা মুখে ভালভাবে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি একটি অ্যান্টিঅক্সিডেন্টপূর্ণ প্যাক, যা ত্বকের বলিরেখা দূর করে, ব্রণের কালো দাগ দূর করে এবং ব্ল্যাক হেডেস দূর করে ত্বকের উজ্জলতা বৃদ্ধি করে।
গ্রিন টি, টক দই, লেবুতে
আধা চা চামচ গ্রিন টি, এক চা চামচ টকদই, এক চা চামচ লেবুর রস ভাল ভাবে মিশিয়ে প্যাক তৈরি করুন। প্যাকটি মুখে লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ঠান্ডা পানি দিয়ে খুব ধুয়ে ফেলুন। সেনসেটিভ ব্রণ প্রবণ ত্বকের জন্য প্যাকটি অনেক উপকারী।
গ্রিন টি এবং চিনির প্যাক
চার পাঁচ টেবিল চামচ গ্রিন টি দুই-তিন চা চামচ চিনি একসাথে মেশান। প্যাকটি ঘন করার জন্য মধু বা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন। এরপর হাতের কনুই, পা, মুখে যেকোনো জায়গায় স্ক্রাব হিসাবে ব্যবহার করতে পারেন। এটি খুব ভালো প্রাকৃতিক বডি স্ক্রাব হিসেবে কাজ করে। এই প্যাকটি শুষ্ক এবং স্বাভাবিক ত্বকের জন্য উপযোগী। Many people have been drinking green tea for health on a regular basis. Control diabetes, prevent heart attacks, cancer, prevention of diseases is to prevent a cup of green tea or green tea. In addition to the health benefits of green tea skin care plays an important role. It has a huge amount of anti-oxidant, which prevents the skin ages impression. Protect skin from the harmful effects of sunlight, green tea or green tea to prevent skin burns, nausea pack is very effective. Pack a variety of skin care Green Tian held today.
Green tea lemon rice gumrote
Take a cup of green tea. Mix one teaspoon of rice flour kidnappings. Rice and green tea powder to create a paste by mixing well. Then add the lemon juice. You can mix with one teaspoon of honey. It is applied to the face and wait 15 minutes. Then wash the face with water. This is quite beneficial for oily skin.
Green tea with honey face pack
A Green T-Bag, two teaspoon of honey and mix well together. Put it well in the face of wait 0 minutes. When dry, mild face wash with warm water. This is a ayantiaksidentapurna pack, remove skin wrinkles, acne, black spots and black hedesa to remove the skin Glow.
Green tea, yogurt, lemon
Half a teaspoon green tea, one teaspoon of cheese, mixed with one teaspoon of lemon juice, the best way to pack. Wait pack on for 1520 minutes. Then wash it off with cold water too. Beneficial for the pack a lot of sensitive skin prone to acne.
Green tea and sugar pack
Four or five tablespoons of green tea two or three teaspoons of sugar and mix together. Essential to dense pack of honey or oil can be mixed. The elbow, legs, face can be used anywhere as Scrub. It serves as a good natural Body Scrub. The pack is suitable for dry and normal skin.