About ডায়াবেটিসে যা খাবেন না
আজকের দিনে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা নেহাতই কম নয়। শুরু থেকেই এ ব্যাধি সম্পর্কে সচেতন না হলে পরবর্তীতে নানা জটিলতায় পড়তে হয়। ডায়াবেটিস নির্দিষ্ট মাত্রার বাইরে গেলে তা শরীরের ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সাধারণত স্থুলতাই ডায়াবেটিসের মূল কারণ। গবেষণায় দেখা গেছে, যাদের মেদ বেশি তারা সহজেই ডায়াবেটিসে আক্রান্ত হন। কাজেই ডায়াবেটিস থেকে বাঁচতে স্থুলতা কমানোর বিকল্প নেই। এক্ষেত্রে খাওয়া-দাওয়ার ক্ষেত্রে সচেতনতা বেশি জরুরি। বিশেষজ্ঞরা বলেন, এমন ১৩টি খাবার আছে যেগুলো ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে ক্ষতিকর খাবার বলে বিবেচিত। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে এসব খাবার না খাওয়াই ভালো। তবে ডায়াবেটিস রোগীদের শরীরে প্রয়োজনীয় পুষ্টির জন্য সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে এমন খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ক্ষতিকর ১৩ খাবার-
সাদা চাল
যত সাদা চালের ভাত খাবেন, টাইপ ২ ডায়াবেটিস রোগীদের ঝুঁকি তত বাড়বে। ২০১২ সালের এক গবেষণায় দেখা গেছে, সাদা চালের খাবার খেলে প্রতিদিনই ঝুঁকির মাত্র ১১ শতাংশ হারে বেড়ে যায়। কারণ এই চাল প্রক্রিয়াজাত করে সাদা করা হয়। তাছাড়া এই খাবার চিনির মাত্রাও বাড়িয়ে দেয়। তাই ডায়াবেটিসের ঝুঁকি এড়াতে সাদার পরিবর্তে বাদামী চাল খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এতে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে।
ব্লেন্ডেড কফি
ডায়াবেটিস রোগীদের জন্য সিরাপ, সুগার এবং ক্রিম সমৃদ্ধ ব্লেন্ডেড কফি মারাত্মক ক্ষতিকর বলে বিবেচিত হয়। কেননা এর ব্লেন্ডেড সংস্করণে রক্তে গ্লুকোজ বাড়ানোর উপাদান প্রচুর রয়েছে। এক কাপ ব্লেন্ডেড কফিতে ৫০০ ক্যালরি, ৯৮ গ্রাম কার্ব এবং ৯ গ্রাম ফ্যাট থাকে। তাই এর পরিবর্তে নন-ফ্যাট সংস্করণ কফি বেছে নিন।
কলা এবং তরমুজ
সব তরতাজা ফলেই ভিটামিন ও ফাইবার রয়েছে। কিন্তু কলা ও তরমুজের পুষ্টিগুণ ভালো থাকলেও এসব ফলে গ্লুকোজের পরিমাণ প্রচুর। তাই এসব খাবারের পরিবর্তে ব্লুবেরি এবং বেরি জাতীয় ফল বেশি বেশি খান।
চাইনিজ খাবার
মুখরোচক হলেও চাইনিজ খাবার ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর। এতে রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দেওয়ার মতো যথেষ্ট উপাদান রয়েছে। এর বদলে বাড়িতে চাইনিজ খাবার বানিয়ে নিন স্বাস্থ্যকরভাবে, যা আপনার রক্তে চিনির পরিমাণ বাড়াবে না।
পেস্ট্রি
ডোনাট, টোস্ট বা পেস্ট্রির মতো মজার খাবার ডায়াবেটিস রোগীদের জন্য ভয়ংকর হতে পারে। এসব খাবার প্রক্রিয়াজাত সাদা চাল থেকে তৈরি হয় যাতে উচ্চমাত্রার ফ্যাট, কার্ব এবং সোডিয়াম রয়েছে। বরং এসব খাবারের পরিবর্তে বাদামী চালের তৈরি কেক খান। কম চিনি রয়েছে এমন পিনাট বাটার ব্যবহার করুন।
ফ্রুট স্মুথি
এসব খাবারের নাম শুনলে মনে হয় খুবই স্বাস্থ্যকর। কিন্তু এটি চিনিতে পরিপূর্ণ। তাই খেতে মন চাইলে বাড়িতে চিনি ছাড়া তৈরি করে উপভোগ করুন।
ট্রেইল মিক্স
সংরক্ষণ করা হয় এমন ট্রেইল মিক্সে বাদাম, শুকনো ফল এবং মিল্ক চকলেট রয়েছে। এদের মধ্যে বাদাম ছাড়া বাকিগুলো ডায়াবেটিস রোগীদের জন্য হুমকি। তাই এর পরিবর্তে নিম্নমাত্রার কার্বযুক্ত সূর্যমুখীর বীচি, ওয়ালনাট, রোস্টেড পিনাট এবং আলমন্ড দিয়ে ট্রেইল মিক্স বানাতে পারেন। এই মিক্স কার্বোহাইড্রেটসমৃদ্ধ পাউরুটি দিয়ে খেতে পারেন।
রিফাইন্ড সিরিয়াল
উপাদেয় সিরিয়াল রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দেয়। সিরিয়ালের কারণে রক্তে গ্লুকোজের মাত্রা একেক জনের দেহে একেকভাবে দেখা দিতে পারে। তাই এটি ডায়াবেটিস রোগীদের এড়িয়ে চলাই ভালো। এর পরিবর্তে সবজি ও ডিমের সাদা অংশ খেতে পারেন। তবে ডিমের কুসুমে কোলেস্টরেল রয়েছে তা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।
ফলের রস
সকালের নাস্তায় ফলের রস খুব স্বাস্থ্যকর হলেও তা ডায়াবেটিস রোগীর জন্য হুমকি। তাছাড়া দোকানে পাওয়া যায় এমন ফলের রসে প্রচুর পরিমাণে চিনি থাকে। তাই এর বদলে কম সুগার রয়েছে এমন ফলের একটি বা দুটি টুকরো খেতে পারেন।
এনার্জি বার
এনার্জি বারে চকোলেট, কার্ব এবং চিনি উপাদান থাকে। তাই ডায়াবেটিস রোগীদের এটিও এড়িয়ে চলা উচিত। এর বদলে ক্ষুধা লাগলে বাড়িতে তৈরি স্ন্যাক্স খেতে পারেন।
পাস্তা আলফ্রেডো
আলফ্রেডো সস ক্রিম, পারমেসান চিজ এবং বাটার থেকে তৈরি হয়। এতে রয়েছে ১ হাজার ক্যালরি, ৭৫ গ্রাম ফ্যাট এবং ১০০ গ্রাম কার্বোহাইড্রেট। তাই এটিও বাদ দেওয়া জরুরি। এর পরিবর্তে গমের তৈরি পাস্তা খেতে পারেন টমেটো সস দিয়ে। এতে রয়েছে ২৮০ ক্যালরি এবং ১৪ গ্রাম ফ্যাট।
ফ্রেঞ্চ ফ্রাই
এটি ডায়াবেটিস রোগীদের জন্য বেশ মারাত্মক খাবার। একটু বেশি পরিমাণ খেলে রক্তে সুগারের মাত্রা বেড়ে যায়। তাই ডায়াবেটিস অ্যাসোসিয়েশন এটিকে এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। Today, diabetes is not a few. From the very beginning of the disease are not aware of is if you read the various complexities. Diabetes certain level when the body becomes a terrible loss. Sthulatai usually the root cause of diabetes. Studies have shown that people with diabetes are fat more easily. So there is no alternative to reducing obesity to avoid diabetes. The awareness of eating and drinking and more important. Experts say that there are 13 to eat foods considered to be most harmful for patients with diabetes. Eat these foods better diabetes control. However, it is under the control of sugar levels for diabetes patients who need nutrition experts advise eating. Harmful 13 khabara
White rice
Eat as much as white rice, increase the risk of type II diabetes patients. 01 One study found that only 11 percent of white rice increases the risk of diet on a daily basis. This is because white rice is processed. Moreover, these foods can increase the sugar levels. Therefore, to avoid the risk of diabetes by eating brown rice instead of white, the experts advise. It is under the control of blood sugar levels.
Blended coffee
For diabetes patients, syrup, sugar and cream-rich blended coffee is considered to be serious. There are elements of blended version of the blood glucose increase. A cup of coffee blended with 500 calories, 98 grams of carbon and 9 grams of fat. Choose non-fat version, so instead of coffee.
Banana and watermelon
There are fresh due to the vitamins and fiber. But as a result of bananas and watermelon nutrients like glucose, but a lot of these things. So these foods instead of national fruit and berry blueberries eat more.
Chinese Food
Although yummy Chinese food is harmful for patients with diabetes. There is enough material to be able to increase blood sugar levels. Make healthy food at home instead of Chinese, which does not increase the amount of sugar in your blood.
Pastry
Donut, delicious food, such as toast or pastry can be dangerous for patients with diabetes. These processed foods made from white rice is so high in fat, contains carbon and sodium. Eat brown rice instead of these foods rather than the cake. Use peanut butter that contains less sugar.
Fruit smuthi
Hear the name of the food is very healthy. But recognize it is full. If you want to head home to eat sugar, so the Giants.
Trail Mix
Is stored in the Trail Mix nuts, dried fruit and chocolate milk contains. The rest of them without nuts threat for patients with diabetes. So instead of low carbon sunflower seeds, walnuts, peanut and alamanda rosteda can make a trail mix. Mix this with karbohaidretasamrddha can eat bread.
Refined cereals
Delicate cereals can increase blood sugar levels. Serial blood glucose levels due to the individual's body may be ekekabhabe. So it is better to avoid diabetes. Instead, you can eat vegetables and egg white. However, the egg contains cholesterol kusume could cause damage.
Fruit juice
Fruit juice is very healthy for breakfast, but it's a threat to patients with diabetes. Moreover, large amounts of fruit drinks contain sugar that can be found in stores. So, instead of one or two pieces of fruit that contains lower sugar can eat.
Energy bar
Energy bar, chocolate, curb and contain sugar components. Therefore, it should be avoided in patients with diabetes. If you can eat home-made food instead of snacks.
Pasta Alfredo
Alfredo sauce, cream, cheese and butter are made from paramesana. It has a 1 thousand calories, 75 grams of fat and 100 g carbohydrate. It is also important to be excluded. Instead, you can eat whole wheat pasta made with tomato sauce. It contains 80 calories and 14 grams of fat.
French fries
This is very serious food for patients with diabetes. Playing a little amount of blood sugar levels. So Diabetes Association advised to avoid it.