About শবে বরাতের ফযিলত ও ইবাদাত
ক্ষমা ও রহমতের রজনী শবে বরাত
হজরত মুআজ ইবনে জাবাল (রা.) সূত্রে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, অর্ধ শাবানের রাতে অর্থাৎ শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে আল্লাহ তায়ালা সৃষ্টিকুলের প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসুক-বিদ্বেষী লোক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। (সহিহ ইবনে হিব্বান, হা. ৫৬৬৫, আল মু'জামুল কাবীর ২০/১০৯, শুআবুল ইমান, হা. ৬৬২৮)।
অষ্টম শতাব্দীর যুগশ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা নূরুদ্দীন হাইসামি (রহ.) বলেন, হাদিসটির সূত্রের সব বর্ণনাকারী 'নির্ভরযোগ্য'। (মাজমাউজ জাওয়াইদ ৮/৬৫)।
এছাড়া এ মর্মে হজরত আবু বকর সিদ্দিক (রা.), আলী ইবনে আবি তালিব (রা.), আবদুল্লাহ ইবনে আমর (রা.), আবু মুসা আশআরি (রা.), আবু হুরাইরা (রা.), আয়েশা (রা.) প্রমুখ সাহাবি থেকেও হাদিস বর্ণিত হয়েছে।
হজরত আয়েশা (রা.) বলেন, এক রাতে রাসুলুল্লাহ (সা.) উঠে নামাজে দাঁড়িয়ে গেলেন, এতে এত দীর্ঘ সময় ধরে সিজদা করলেন যে আমার ভয় হলো তিনি মারাই গেছেন কি না। এ চিন্তা করে আমি বিছানা থেকে উঠে রাসুল (সা.)-এর বৃদ্ধাঙ্গুলি নাড়া দিই, এতে আমার বিশ্বাস হলো তিনি জীবিত আছেন।
তারপর নিজ বিছানায় ফিরে এলাম। এরপর তিনি সিজদা থেকে মাথা ওঠালেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা! তোমার কি ধারণা হয়েছে যে নবী তোমার সঙ্গে সীমা লঙ্ঘন করেছে? আমি বলি, জি না, হে আল্লাহর রাসুল! তবে আপনার দীর্ঘ সময় ধরে সিজদার কারণে আমার মনে হয়েছে আপনি মৃত্যুবরণ করেছেন।
এরপর রাসুলুল্লাহ (সা.) বললেন, হে আয়েশা! তুমি কি জানো, আজকের এ রাতটি কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তাঁর রাসুল এ বিষয়ে অধিক জ্ঞাত। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, এ রাতটি অর্ধ শাবানের রাত। এ রাতে আল্লাহ তায়ালা নিজ বান্দাদের প্রতি বিশেষ করুণার দৃষ্টি দেন, অনুগ্রহপ্রার্থীদের দয়া করেন। তবে হিংসুক লোকদের তার অবস্থার ওপর ছেড়ে দেন। (শুআবুল ইমান, হা. ৩৮৩৫)। যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম বায়হাকি (রহ.) বলেন, এটি উত্তম মুরসাল হাদিস। (শুআবুল ইমান ৩/৩৮৩)। Quoting night of forgiveness and mercy
Muaja Hazrat Ibn Jabal (RA.) Reported, the Messenger of Allah (peace be upon him.) Declares half of the month of Shaban Shaban night, the night of 14th to the grace of Allah and pagan worlds and violent anti-forgive everyone except the people. (Sahih Ibn Hibban, ha. 5665, al-Kabir Mu'jamul 20109, suabula Iman, ha. 6628).
Yugasrestha eighth century hadith scholar Muhammad Nuruddin haisami (R.) Said, describing the Hadith sources "reliable". (Majamauja jaoyaida 865).
The effect of Hazrat Abu Bakar Siddique (RA.), Ali ibn Abi Talib (RA.), Abdullah bin Amr (ra.), Abu Musa asaari (r.), Abu Huraira (ra.), Ayesha (ra.), Others disciples have been reported from the hadith.
Hazrat Ayesha (RA.) Says, one night the Messenger of Allah (peace be upon him.) Stood up for prayer, they prostrated for so long that I was afraid he was dead or not. I got up out of bed at the thought of the Holy Prophet (peace be upon him.) - I shake his thumb, it is my belief that he is alive.
Then he went back to bed. Then he lifted his head from prostration, and by the end of the prayers said to me, 'O' Aisha! Do you think that has violated the limit with you? I do not G, O Messenger of Allah! However, due to prostration for a long time I thought you had died.
Then the Messenger of Allah (peace be upon him.) He said, 'O' Aisha! You know, any night of this night? I said, 'Allah and His Messenger knows about it. The Messenger of Allah (peace be upon him.) Declares half the night of Sha'ban night. Allah in His mercy towards the people of the night, the mercy anugrahaprarthidera. However, on the condition left her jealous people. (Suabula faith, ha. 3835). Yugasrestha Hadith by Imam Bayhaqi (RA.) Says, it is hadith Mursal. (Suabula Iman 3383).