Nokshi Kathar Math for Android
সেই কথা আজো মেলিয়াছে সাজু যদিও সেদিন নাই,
সোনার স্বপন আজিকে তাহার পুড়িয়া হয়েছে ছাই ।
খুব ধরে ধরে আঁকিল যে সাজু রূপার বিদায় ছবি,
খানিক যাইয়া ফিরে ফিরে আসা, আকিল সে তার সবি ।
আঁকিল কাথায় – আলু থালু বেশে চাহিয়া কৃষাণ নারী,
দেখিছে -- তাহার স্বামী তারে যায় জনমের মত ছাড়ি ।
আঁকিতে আঁকিতে চোখে জল আসে, চাহনি যে যায় ধুয়ে,
বুকে কর হানি, কাঁথার উপরে পড়িল যে সাজু শুয়ে ;
এমনি করিয়া বহুদিন যায়, মানুষে যত না সহে,
তার চেয়ে সাজু অসহ্য ব্যথা আপনার বুকে বহে।
এমন সোনার তনুখানি তার ভাঙিল ঝড়িয়া-বায়ে ।
কি যেন দারুণ রোগেতে ধরিল, উঠিতে পারে না আর;
শিয়রে বসিয়া দুঃখিনী জননী মুছিল নয়ন-ধার।
হায় অভাগীর একটি মানিক! খোদা, তুমি ফিরে চাও,
There is still talk of the day, though meliyache Saju,
Swapan, saying it had been burnt to ashes gold.
Saju silver goodbye to amkila over the picture,
Short confined to come back, he Hello Akil.
Where amkila - Krishan woman looked as thalu potatoes,
Dekhiche - her husband left her as the janame.
Water comes to depict depict eyes, eyes that can be washed,
Tax loss in the chest, lying Saju that fell on Kanthar;
Thus for a long time and is not as man sahe,
Saju than the unbearable pain in your chest flows.
Jharia-gold tanukhani who left his bhanila.
What a great rogete seized, he could not get up;
Muchila eye-afflicted mother sitting at the head of sharpness.
Oh abhagira a jewel! God, I want to return,