About শেষ বিকেলের মেয়ে Shes Bikeler Meye
''শেষ বিকেলের মেয়ে'' জহির রায়হান রচিত একটি রোমান্টিক প্রেমের উপাখ্যান। উপন্যাসের কথক কাসেদ, পেশায় একজন কেরানি। কিন্তু লেখক তার লেখনীর মাধ্যমে কাসেদকে নায়কের মর্যাদা দেয়ার পাশাপাশি, তাকে বেশি মাত্রায় মার্জিত ও রুচিবোধ সম্পন্ন ব্যক্তি হিসাবে পাঠকদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন এবং চরিত্রটিকে অতিরঞ্জিত করা হয়েছে একজন কেরানির ক্ষেত্রে। এছাড়া কেরানি কাসেদের জীবনে আসা তিনজন নারী জাহানরা, শিউলি এবং সালমা কাউকেই সে ভালোবাসার বান্ধনে বাঁধতে পারেনি। সালমা যখন কাসেদের সাথে দূরে নিরুদ্দেশ হয়ে যাবার প্রস্তাব দেয়, তখনও কাসেদ নির্বাক ছিল। এমনকি সে জাহানারাকেও ঘরের স্ত্রী বানাতে ব্যর্থ হয়, একই সাথে সে শিউলির কাছ থেকে বিতাড়িত হয়। এসকল দিক কাসেদ চরিত্রটিকে পাঠকের হৃদয়ে হতাশার ছাপ ফেলেছে। জাহানারা ও শিউলি দুইজনই স্বচ্ছল পরিবারের আধুনিক মেয়ে। কিন্তু কাসেদের প্রতি দুর্বলতা পাঠককে বিস্মিত করে, আবার জাহানারা তার হৃদয় গহীনে কাসদেরে জন্য ভালোবাসার বীজ বপণ করলেও, কখনও প্রকাশ করেনি। এক পর্যায়ে জাহানারা কাসেদকে ভুল বোঝে এবং নিজেকে আড়ালে নিয়ে যায়। জাহানারা কেন এ ধরনের সিদ্ধান্ত নেয় নিজের আত্নমর্যাদাবোধ বজায় রাখার জন্য নাকি কাসেদের কাছ থেকে অনাকাঙ্খিত আচরণের জন্য ? জাহানরা কি তবে অভিমানকেই বেশি গুরুত্ব দিল, প্রকৃত ভালোবাসার কাছে নত না হয়ে? লেখক ইচ্ছা করলে এই বিষয়টা পরিষ্কার ভাবে উপস্থাপন করতে পারতেন। আবার শিউলি চরিত্রটিও পাঠকের হৃদয়ে স্থান করে নিতে পারেনি, যদিও সে পুরোপুরি সংস্কারমুক্ত এবং আধুনিক মেয়ে। অন্যদিকে, নাহার সর্ম্পূণ ব্যতিক্রম একটি চরিত্র, যার মাধ্যমে লেখক তার লেখনীর সব রহস্য লুকিয়ে রেখে, সর্বশেষে রহস্যের উদঘাটন করেছেন। এবং নাহার চরিত্রটির মাধ্যমেই লেখক নারীদের মাঝে থাকা অদম্য সাহস ও বিরত্ব প্রকাশ করেছেন, নাহার প্রমাণ করতে সক্ষম হয়েছে যে সকল ভুলবোঝাবুঝি, অহংবোধ এবং অভিমানের উর্দ্ধে ভালোবাসা। জাহানারা যা পারেনি, নাহার তার প্রকৃত ভালোবাসার টানে অসম্ভবকে সম্ভব করতে পেরেছে।এভাবে করে নাহার হয়ে যায় উপন্যাসের “শেষ বিকেলের মেয়ে”। লেখক ইচ্ছা করলে জাহানারাকে কাসেদের ঘরের স্ত্রী করে দিতে পারতো। কিন্তু, লেখক এই পন্থা অবলম্বন করেনি, যা উপন্যাসকে ভিন্নভাবে উপস্থাপন করেছে এবং পাঠকের হৃদয়ে অন্যরকম ভালোলাগার অনুভূতি সৃষ্টি করেছে।
Johir rayhan , Bangla eboi , bangla uponnas , bangla golpo , bangla story , Shes Bikel er meye , bangla e book '' Late afternoon Girl 'is a romantic love story written by Zahir Raihan. Kaseda narrator of the novel, a clerk by profession. But the author's writings as well as the kasedake hero status, it is more elegant and emotions of the person and the character to be introduced to readers as a clerk in the case has been exaggerated. The lives of the three women jahanara kasedera clerk, Shelly and her love Salma bandhane no one could bind. Salma had disappeared away with the kasedera offer was still speechless kaseda. He failed to make the house even jahanarakeo, at the same time he was expelled from Shelly. Kaseda these aspects of the character in the heart of the reader has the impression of frustration. Shelly Jahanara both affluent and modern girl's family. But the weakness of kasedera surprises the reader, and sowing the seeds of love for Jahanara kasadere Gahine his heart, but has never revealed. At one point, Jahanara kasedake misunderstood and took himself behind. Jahanara why such a decision was taken in order to maintain his or kasedera atnamaryadabodha from the unwanted behavior? But what was more important jahanara abhimanakei, not down to the true love? If you wish the author would have to present it clearly. Shelly could not take place in the heart of the character of the reader, even though he's completely open-minded and modern girl. On the other hand, Nahar full exception of a character, the author hid all the mysteries of his writings, has finally revealed the mystery. Among women, the authors Nahar character and courage and expressed biratba, Nahar has been able to prove that all the misunderstandings, ego and love of high sensitiveness. Jahanara which could Nahar Nahar that his true love was perecheebhabe it possible causes of the novel "the daughter of the late afternoon." If you wish the author that she could jahanarake kasedera house. However, the author did not adopt this approach, which represents a novel differently and creates the feeling of liking another reader's heart.
Johir rayhan, Bangla eboi, bangla uponnas, bangla golpo, bangla story, Shes Bikel er meye, bangla e book
by S####:
Nice