About সূরা ইয়াসিন-রহমান-আয়াতুল কুরসি অর্থ ও ফজিলত
এই অ্যাপটিতে সুরা ইয়াসিন - আয়াতুল কুরসী - সুরা আর রহমান সবগুলো এক সাথে আছে। আশা করি আপনাদের আমাদের এই অ্যাপটি পড়ে বুঝে সেই অনুপাতে আামল করার তৈফিক আল্লাহ তায়ালা দান করবেন।
পবিত্র কোরআনে বিশেষ বিশেষ কিছু আয়াত ও সুরা রয়েছে, যা খুবই ফজিলতপূর্ণ। তন্মধ্যে আয়াতুল কুরসি অন্যতম। আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে আসুন জেনে নিই, কী বলেছেন আমাদের প্রিয় নবী (সা.)।
ইমাম আহমদ (রহ.) বর্ণনা করেন, একদিন উবাই ইবনে কা'বকে নবী (সা.) জিজ্ঞেস করেন, কোরআনের মধ্যে কোন আয়াতটি সবচেয়ে মর্যাদাপূর্ণ? তিনি বলেন, আল্লাহ ও তাঁর রাসুলই তা বেশি জানেন। হুজুর (সা.) আবার জিজ্ঞেস করলে তিনি বলেন, আয়াতুল কুরসি। অতঃপর হুজুর (সা.) বলেন, হে আবুল মানজার! তোমাকে এই উত্তম জ্ঞানের জন্য ধন্যবাদ। সেই সত্তার কসম, যাঁর হাতে আমার আত্মা। এর একটি জিহ্বা ও দুটি ঠোঁট রয়েছে, যা দিয়ে সে আরশের অধিকারীর পবিত্রতা বর্ণনা করে।
আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে উবাই ইবনে কা'ব (রহ.)-এর পিতা তাঁকে বলেন : আমার খেজুর ভর্তি একটি বস্তা ছিল এবং প্রতিদিন সেটা আমি পরিদর্শন করতাম। কিন্তু একদিন কিছুটা খালি দেখে রাত জেগে পাহারা দিলাম। হঠাৎ দেখতে পেলাম, যুবক ধরনের কে একজন এলো! আমি তাকে সালাম দিলাম; সে সালামের উত্তর দিল। অতঃপর জিজ্ঞেস করলাম, তুমি কি জিন না ইনসান? সে বলল, আমি জিন। আমি বললাম, তোমার হাতটা বাড়াও তো। সে বাড়ালে আমি তার হাতে হাত বুলাই। হাতটা কুকুরের হাতের গঠনের মতো এবং কুকুরের লোমও রয়েছে। আমি বললাম, সব জিন কি এ ধরনের? সে বলল, সব জিনের মধ্যে আমিই সর্বাপেক্ষা বেশি শক্তিশালী। এরপর আমি তাকে বললাম, যে উদ্দেশ্যে তুমি এসেছ, তা তুমি কিভাবে সাহস পেলে? সে উত্তরে বলল, আমি জানি যে আপনি দানপ্রিয়। তাই ভাবলাম, সবাই যখন আপনার নিয়ামতের দ্বারা উপকৃত হচ্ছে, তাহলে আমি কেন বঞ্চিত হব? অবশেষে তাকে জিজ্ঞেস করলাম, তোমাদের অনিষ্ট হতে কোন জিনিস রক্ষা করতে পারে? সে বলল, তা হলো 'আয়াতুল কুরসি'।