About সমকামিতার ভয়াবহ পরিণতি
ব্যভিচার একটি মারাত্মক অপরাধ। হত্যার পরই যার অবস্থান। কারণ, তাতে বংশ পরিচয় সঠিক থাকে না। লজ্জাস্থানের হিফাযত হয় না। সংশ্লিষ্ট ব্যক্তির সামাজিক সম্মান রক্ষা পায় না। মানুষে মানুষে কঠিন শত্রুতার জন্ম নেয়। দুনিয়ার সুস্থ পারিবারিক ব্যবস্থা এতটুকুও অবশিষ্ট থাকে না। একে অন্যের মা, বোন, স্ত্রী, কন্যাকে সম্পূর্ণরূপে বিনষ্ট করে দেয়। এ কারণেই তো আল্লাহ তা‘আলা এবং তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যার পরই এর উল্লেখ করেছেন।
আল্লাহ তা‘আলা বলেন,
আর যারা আল্লাহ তা‘আলার পাশাপাশি অন্য কোনো উপাস্যকে ডাকে না। আল্লাহ তা‘আলা যাকে হত্যা করতে নিষেধ করেছেন যথার্থ (শরী‘আত সম্মত) কারণ ছাড়া তাকে হত্যা এবং ব্যভিচার করে না। যারা এগুলো করবে তারা অবশ্যই কঠিন শাস্তির সম্মুখীন হবে। কিয়ামতের দিন তাদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে এবং তারা ওখানেই চিরস্থায়ীভাবে লাঞ্ছিতাবস্থায় থাকবে, তবে যারা তাওবা করে নেয়, ঈমান আনে এবং সৎকর্ম করে; আল্লাহ তা‘আলা তাদের পাপগুলো পুণ্য দিয়ে পরিবর্তন করে দিবেন। আল্লাহ তা‘আলা অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু” ।
[সূরা আল-ফুরকান, আয়াত: ৬৮-৭০
আব্দুল্লাহ ইবন মাসঊদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
জনৈক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো: হে আল্লাহর রাসূল! কোনো পাপটি আল্লাহ তা‘আলার নিকট মহাপাপ বলে বিবেচিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তা‘আলার সাথে কাউকে শরীক করা; অথচ তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। সে বললো, অতঃপর কী? তিনি বললেন, নিজ সন্তানকে হত্যা করা ভবিষ্যতে তোমার সঙ্গে খাবে বলে। সে বললো, অতঃপর কী? তিনি বললেন, নিজ প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচার করা” ।
আল্লাহ তা‘আলা কুরআন মাজীদে ব্যভিচারের কঠিন নিন্দা করেন। Adultery is a serious crime. After the assassination of the US. Because, it is not the right lineage. Guard is not shameful. The person concerned can not escape the social respect. Human beings are born solid feud. The healthy family system remains common. Another mother, sister, wife, daughter, was completely destroyed. That is why Allah Almighty and His Prophet mentions after the murder.
Allah says,
And those who have no other god along with Allah calls. Allah has forbidden you to kill Precision (shari'ah agreed to) kill him without cause, and do not commit adultery. Those who deal with them, they will face severe punishment. The Day of Resurrection they will be punished twice, and they will remain there permanently lanchitabasthaya, but those who repent and those who believe and do righteous deeds; Allah will change by virtue of their sins. Allah is Forgiving and Merciful. "
[Surah Al-Furqan, verse: 68-70
Narrated Abdullah ibn Mas'ud Allah be pleased with him, he said,
A man asked the Messenger of Allah: 'O Messenger of Allah! Papati considered a great sin to Allah? The Prophet said, to associate anything with Allah; He has created you. And he said, What then? He killed his own children to eat with you in the future. And he said, What then? He said, commit adultery with his neighbor's wife. "
He also denounced the Quran majide adultery.