About স্বামীর ভালবাসা অর্জনের উপায়
নারীসুলভ আচরণ করুন, স্বামীরা তাদের স্ত্রীর জায়গায় কোন পুরুষ চায় না! • সুন্দর/আকর্ষণীও পোশাক পরুন। আপনি যদি গৃহিণী হন, সারাদিন ধরে রাতের পোশাক (ঢিলাঢালা আরামদায়ক পোশাক) পরে থাকবেন না। • ঘাম/মসলা জাতীয় গন্ধ থেকে পরিচ্ছন্ন ও সুরভিত থাকুন।
অন্যের কাছে নিজেদের স্বামী-স্ত্রীর সমস্যার কথা বর্ণনা করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন
এমনকি সাহায্য বা পরামর্শ চাওয়ার অজুহাতেও না! আপনি যদি মনে করেন আপনার বৈবাহিক সমস্যার আইনানুগ সমাধান প্রয়োজন, তাহলে এমন সংশ্লিষ্ট ব্যক্তির কাছে যান যে কোন অন্যায়ের ব্যপারে ভুল সংশোধনের মাধ্যমে মধ্যস্থতা করে দিতে পারে, যাতে স্বামী-স্ত্রীর মাঝে আবার সুন্দর সমন্বয়ে মিল হয়ে যায়, অথবা উভয়পক্ষের সম্মতিতে সৌহার্দপূর্ণভাবে বিচ্ছেদ করাতে পারেন।
আপানর শাশুড়ির সাথে ভাল আচরণ করুন, যেমনটি আপনি চান আপানার স্বামী আপানার মায়ের সাথে করুক।ইসলামে স্বামী স্ত্রীর অধিকার ও দায়িত্ব সম্পর্কে জানুন। অধিকার আদায়ের চেয়ে আপনার দায়িত্ব সঠিকভাবে সম্পাদনের ব্যপারে আগে সজাগ হন।
যখন সে ঘরে আসে, দরজায় এমন ভাবে ছুটে যান যেন আপনি তারই অপেক্ষায় ছিলেন। হাসিমুখে তাকে সালাম দিন। আপনার বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন; অন্তত আপনার স্বামী যতটুকু পরিচ্ছন্ন দেখতে পছন্দ করে।তাকে এমন বিষয়ে প্রশংসা করুন যে বিষয়ে তিনি নিজে যথেষ্ট আত্মবিশ্বাসী নন (যেমন, চেহারা, বা বুদ্ধিমত্তা ইত্যাদি)। এটা তার আত্মবিশ্বাস বাড়াবে। তাকে বলুন, স্বামী হিসেবে তিনি শ্রেষ্ঠ। তার পরিবার পরিজনের সাথে প্রায়ই যোগাযোগ করুন। তাকে সহজ কোন গৃহস্থালি কাজ দিন, কাজটি করে ফেললে তাকে ধন্যবাদ জানান। এতে সে আরও উৎসাহিত হবে।সে যখন কোন একঘেয়ে কথা বলে, তার কথা ধৈর্য ধরে শুনুন। মাঝে মাঝে তাকে প্রশ্নও করুন যাতে সে বুঝতে পারে আপনি তার কথা আগ্রহ নিয়ে শুনছেন।
তাকে ভাল কাজে উৎসাহিত করুন। Feminine behavior, and husbands do not want their wives have no man! • beautiful / interesting dress wear. If you are a housewife, all day long nightwear (loose comfortable clothing) will not be later. • Sweat / spices to flavor and scent Stay clean.
Their spouses to others to refrain from describing the problem
Not even the pretext of asking for help or advice! If you feel you need to solve your legal marital problems, then go to the person who mediated through an amendment to any wrongdoing wrong about that beautiful combination of the similarities between husband and wife is, or may be mutually agreed separation sauhardapurnabhabe.
Your in-law with good behavior, as you enter you have a husband with her mother, husband and wife karukaisalame Learn about rights and responsibilities. The discharge of your duties before the realization of the rights issue was fully aware.
When she came home, went to the door as if you were waiting for him. Greet him with a smile. Keep your home clean; At least as much as your husband like to see clean karetake commend such that he himself is not confident enough (for example, appearance, or the intelligence, etc.). It will increase her self-confidence. Tell them, as best man. Often contact with his family. No Housework Day to him, thanked him, when the task. No more boring when he speaks encourage habese, patiently listen to his words. Sometimes you understand the question, so that he is listening to him with interest.
Encourage him to work well.